Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

বাংলাদেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) হলেন উপজেলার প্রধান নির্বাহী। ইউ.এন.ও. হচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি যিনি কেন্দ্রীয় সরকারের পক্ষে উপজেলার কার্যাবলী পরিচালনা করেন। প্রশাসন ক্যাডারের জুনিয়র পর্যায়ের  একজন অফিসার যিনি একজন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার তিনি ইউ.এন.ও. হিসাবে  নিয়োগ পান।

          ইউ.এন.ও. পদটি  জেনারেল হুসাইন মুহম্মদ এরশাদ সরকারের সৃষ্ট একটি পদ । ১৯৮২ সালে এরশাদ সরকার প্রশাসনকে পুনগঠন ও সংস্কারের জন্য একটি কমিটি গঠণ করেন। কমিটির বড় প্রসত্মাবের মধ্যে সরাসরি নির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বেব উপজেলা পরিষদ গঠনের সুপারিশ ছিল উলেস্ন­খযোগ্য।  সরকার এই প্রসত্মাব গ্রহণ  করেন এবং মেট্রোপলিটন এলাকার বাইরে সকল থানার জন্য থানা নির্বাহী অফিসার পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার পদ সৃজন করেন। একই সময়ে সকল পর্যায়ের উন্নয়ন কর্মকান্ডের দায়িত্ব উপজেলা পরিষদে ন্যাসত্ম করা হয়। আরও সিদ্ধামত্ম নেওয়া হয় নির্বাচন না হওয়া পর্যমত্ম ইউ.এন.ও.গণ  চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

ইউ.এন.ও.গণ সাধারণ প্রশাসন ক্যাডারের সিনিয়র সহকারী সচিবদের মধ্য হতে নিয়োগ প্রাপ্ত হন।