প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনাঃ১৯৯৩ সনে ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম খান লিয়াকত নিজ গ্রামে একটি্ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। ২৯ অক্টোবর বিদ্যালয়টি ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। ১৯৯৪ সালের ১ জানুয়ারী হতে শ্রেণি কার্যক্রম শুরু হয়। ০১/০১/১৯৯৪ হতে প্রথম স্বীকৃতি লাভ করে। ১৯৯৫ সালের মে মাসে শিক্ষকদের জুনিয়র এবং ১৯৯৬ সালে মাধ্যমিক হিসেবে এম.পি.ও ভূক্ত করা হয়। পূর্ণাঙ্গ হাই স্কুল হিসেবে ১৯৯৭ সালে প্রথম এস.এস.সি পরীক্ষায় ছাত্রীরা অংশ গ্রহন করে।
২০০৪ সাল হতে সহ শিক্ষা চালু করা হয়। বিদ্যালয়ের নাম করণ করা হয় কামারগাঁও আইডিয়াল হাই স্কুল। ঢাকা শ্রীনগর দোহার সড়কের পাশে মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দুরত্ব ৯ কিলোমিটার।
২০০৪ সাল হতে সহ শিক্ষা চালু করা হয়। বিদ্যালয়ের নাম করণ করা হয় কামারগাঁও আইডিয়াল হাই স্কুল। ঢাকা শ্রীনগর দোহার সড়কের পাশে মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দুরত্ব ৯ কিলোমিটার।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | আলহাজ্ব আমিনুল ইসলাম খান | সভাপতি |
০২ | জনাব আবু বকর সিদ্দিক খান | কো-অপ্ট সদস্য |
০৩ | জনাব মোঃ কাইয়ুম খান | অভিভাবক সদস্য |
০৪ | জনাব আবুল কাশেম বাবু | অভিভাবক সদস্য |
০৫ | জনাব খৈয়াম বেপারী | অভিভাবক সদস্য |
০৬ | জনাব আঃ ছোবাহান | অভিভাবক সদস্য |
০৭ | নাজমা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
০৮ | জনাব মোকাজ্জল হোসেন খান | দাতা সদস্য |
০৯ | জনাব এ.কে.এম জাহীদুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
১০ | জনাব পরিমল চন্দ্র মাল | শিক্ষক প্রতিনিধি |
১১ | রুখছানা বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
১২ | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
পরীক্ষার নাম | সন | ফলাফল (%) |
এস.এস.সি | ২০১৩ | ৭৮.৭৯ |
২০১২ | ৯২.৩০ | |
২০১১ | ৮৬.৩৬ | |
২০১০ | ৬৩.০০ | |
২০০৯ | ৫২.২২ |
পরীক্ষার নাম | সন | ফলাফল (%) |
এস.এস.সি | ২০১৩ | ৭৮.৭৯ |
২০১২ | ৯২.৩০ | |
২০১১ | ৮৬.৩৬ | |
২০১০ | ৬৩.০০ | |
২০০৯ | ৫২.২২ |
ভবিষ্যত পরিকল্পনা: আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়টিকে আরও উন্নত করা হবে।
প্রধান শিক্ষক
কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়
কামারগাঁও, শ্রীনগর, মুন্সিগঞ্জ।
মোবাইলঃ ০১৭১১-৩৮৯০৪২
ক্রমিক নং | শ্রেণি | নাম | ||
রোল-০১ | রোল-০২ | রোল-০৩ | ||
১ | ষষ্ঠ | তাসনোভা তামান্না মীম | মারুফা ইসলাম | তৃপ্তি আক্তার |
২ | সপ্তম | জেইদি আক্তার | তাহমিনা আক্তার | নিপা আক্তার |
৩ | অষ্টম | নাদিয়া হোসেন ইমা | দিপু মোড়ল | স্বর্নালী আক্তার |
৪ | নবম | লাবনী আক্তার | শারমীন আক্তার | মাহবুব আলম তমাল |
৫ | দশম | মোঃ রিফাত মোল্লা | মোঃ জাহিদুল ইসলাম | তাহমিনা আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস