Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

মুন্সীগঞ্জ বিক্রমপুর এককালে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, ব্যবসা-বানিজ্যেযেমন ছিল উন্নত তেমনি খেলাধুলায় ওছিল সুনাম। শুধু বাংলাদেশে নয়, ভারতের বহু নামী দামী খেলোয়াড়ের জন্মমুন্সিগঞ্জের শ্রীনগরে। এ অঞ্চলের প্রধান খেলাধুলো ছিল হাডুডু, কাবাডী, কুস্তী, সাঁতারইত্যাদি। হাডুডু-কাবাডীখেলার তুমুল প্রতিযোগিতা  হতো। দিন-রাতভর উত্তেজনাকর পরিস্থিতিতি খেলাচলতো।টানা১ সাপ্তাহ কিংবা মাসব্যাপী। ফুটবল খেলায়ও যথেষ্ট অবদান রেখেছেনশ্রীনগর। প্রতি বছরই উপজেলার প্রতিটি ইউনিয়নে ফুটবল লীগ হয়ে থাকে। ক্রিকেট খেলায়ওবিখ্যাত এ উপজেলা। ফুটবলের ন্যায় ক্রিকেট্ খেলা একটি জনপ্রিয় খেলা। এছাড়া ব্যাট মিন্টন বেশ জনপ্রিয়।

ঐতিহ্য বাহী একটি খেলা হচ্ছে নৌকা বাইচ। বর্ষা মৌসুমে এ খেলা হয়ে থাকে। বড় বড় নদী এবং বিলে নৌকা বাইচ হয়ে থাকে।