শ্রীনগর সরকারি কলেজ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়অবস্থিত। কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৮ সালে জাতীয়করণ করা হয়।এর আয়তন ৫.৮১ একর। কলেজের ভবন সংখ্যা ১১ টি এবং হোস্টেল ০১টি। এখানেউচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) এবং স্নাতক (সম্মান) শ্রেণীতেপাঠদান করা হয়।
উল্লেখ যোগ্য অর্জন হিসেব ২০১৩ইং সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৮টি A+ সহ গড় পাশের হার ৭১.৮৯% যা অন্যান্য বছরের তুলনায় আরো বেশী উন্নতি লাভ করেছে।
শ্রীনগর কলেজটি শ্রীনগর বাজারের পশ্চিম দিকে অবস্থিত।
ভাগ্যকুল রোডে এর মূল প্রবেশ দ্বার রয়েছে।
প্রয়োজনেঃ
অধ্যক্ষ
শ্রীনগর সরকারি কলেজ
শ্রীনগর, মুন্সিগঞ্জ।
ফোনঃ ৮৮০২-৭৬২৭৩৫৫
ই-মেইলঃ sreenagargovt1970@yahoo.com
শ্রেনী | নাম | বিভাগ |
একাদশ | রাসেল ইসলাম | বিজ্ঞান |
আলম | বিজ্ঞান | |
নয়ন | বিজ্ঞান | |
| ||
ফেরদৌসি আক্তার | মানবিক | |
অহনা আক্তার | মানবিক | |
আরিফুল ইসলাম | মানবিক | |
| ||
শরিফুল্লাহ | ব্যবসায় শিক্ষা | |
প্রিতম দাস | ব্যবসায় শিক্ষা | |
ফাহিমা | ব্যবসায় শিক্ষা | |
| ||
দ্বাদশ | নিপা আক্তার | বিজ্ঞান |
আহসান | বিজ্ঞান | |
অনিক প্রধান | বিজ্ঞান | |
| ||
দিদারুল আলম | মানবিক | |
মনিকা আক্তার | মানবিক | |
পিংকি | মানবিক | |
| ||
সুমা | ব্যবসায় শিক্ষা | |
আনিকা | ব্যবসায় শিক্ষা | |
সাজ্জাদ | ব্যবসায় শিক্ষা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস