বিদ্যালয়টি মনোরম সুন্দর পরিবেশে অবস্থিত। যোগাযোগ ব্যাবস্থা ভাল। বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য একটি একতলা এবং একটি দ্বিতল ভবন রয়েছে। বর্তমানে ৩৪২ জন ছাত্র ছাত্রী এবং ৬ জন শিক্ষক রয়েছে।
এলাকার মানুয়ের যৌথ উদ্দ্যেগে ১৯৩০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
শিশু শ্রেণী------------৪৩
১ম শ্রেণী------------৫৫
২য় শ্রেণী------------৭১
৩য় শেণী--------৬২
৪থ শেণী-------৫৯
৫ম শ্রেণী-------৫২
সর্বমোট-----৩৪২
ক্র.নং | নাম | পদবী |
1 | ডা. হাবিবুর রহমান | সভাপতি |
2 | আব্দুর রশিদ | সহ-সভাপতি |
3 | মো. সোহবার হোসেন | সদস্য সচিব |
4 | মো. মোতলেব দেওয়ান | সদস্য |
5 | মো. আ. আজিজ | সদস্য |
6 | সুলতানা রাজিয়া | সদস্য |
7 | মো. সিরাজুল ইসলাম | সদস্য |
8 | তাহমিনা ইয়াসমিন | সদস্য |
বিগত ৫ বছরে ১০০% পাস।
সকল শিক্ষা বিষয়ক কার্যক্রম স্বাভাবিক আছে।
বিগত ৫ বছরে ১০০% পাস।
তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন সাধন।
গাদিঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়।
শ্রীনগর, মুন্সীগঞ্জ।
আল-আমিন---------------শিশু
মো. রাহাত----------------১ম
আ. আবির-------------২য়
আরহাম---------------৩য়
সুমাইয়া----------------৪র্থ
সুজনা দেওয়ান-----------৫ম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস