অত্র মাশুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পাকা ভবন আছে। টিনশেড ভবন। বিদ্যালয়টিতে ৪ জন শিক্ষক ও ১৮৭ জন ছাত্র-ছাত্রী আছে। বিদ্যালয়টি মনোরম পরিবেশে অবস্থিত এবং একটি প্রাথমিক বিদ্যালয়ে যা যা প্রয়োজন তার প্রায় সবই আছে।
প্রতিষ্ঠা কালঃ ১৯৯৪ খ্রিস্টাব্দ।
ইতিহাসঃ মরহুম গিয়াসউদ্দিন খান বাদল একজন রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। অত্র বিদ্যালয়টি তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। এ বিদ্যালয়টি শ্রীনগর উপজেলার একটি অন্যতম বিদ্যাপীঠ।
ক্রমিক নং | শ্রেণী | মোট | ||
১ | শিশু | ২৯ | ||
২ | ১ম | ৪৯ | ||
৩ | ২য় | ৪৮ | ||
৪ | ৩য় | ২৩ | ||
৫ | ৪র্থ | ২৭ | ||
৬ | ৫ম | ১১ | ||
| সর্বমোট | ১৮৭ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ আনোয়ার হোসেন | সভাপতি |
০২ | জনাব মোঃ শামসুল ইসলাম | সহ-সভাপতি |
০৩ | জনাব মোঃ শরিফুল ইসলাম | দাতা সদস্য |
০৪ | তাকমুদ সুলতানা | শিক্ষক প্রতিনিধি |
০৫ | মোসাঃ খোদেজা খানম | বিদ্যোৎসাহী সদস্য |
০৬ | জনাব মোঃ রেজাউল করিম খান | বিদ্যোৎসাহী সদস্য |
০৭ | মমতাজ বেগম | হাইস্কুল প্রতিনিধি |
০৮ | নীলুফা আক্তার | অভিাভাবক সদস্য |
০৯ | শাহানা বেগম | অভিাভাবক সদস্য |
১০ | সেলিনা বেগম | অভিাভাবক সদস্য |
১১ | জনাব মোঃ মশিউর রহমান | ইউ, পি মেম্বার |
১২ | নুরুন নাহার | সদস্য সচিব |
পাসের সাল | পাসের হার |
২০০৮ | ১০০% |
২০০৯ | ১০০% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১২ | ১০০% |
১। ২০০৯ সালে বৃত্তিপ্রাপ্ত বালক---- ০১জন (ট্যালেন্টপুল)।
২। ২০১২ সালে বৃত্তিপ্রাপ্ত বালিকা---- ০১ জন (সাধারণ)।
বিদ্যালয়কে আরও আধুনিক ও শিক্ষার মানোন্নয়নে সরকারকে সহযোগিতা করা।
নুরুন নাহার ,
প্রধান শিক্ষক,
মাশুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,
শ্রীনগর, মুন্সীগঞ্জ,
মোবাইলঃ ০১৭১৮৬৬৫০৮০।
ক্রমিক নং | শ্রেণী | নাম | নাম | নাম |
|
| রোল-০১ | রোল-০২ | রোল-০৩ |
০১ | প্রথম | সানজানা ইসলাম | সুমী আক্তার | মোঃ উষান শেখ |
০২ | ২য় | নাফিস খন্দকার | ইউসুফ খান | সানজিদা খান |
০৩ | ৩য় | ফাবিহা খান ঋতু | নিশি আক্তার | পূর্ণতা আক্তার |
০৪ | ৪র্থ | মেরিন সুলতানা | তানিয়া আক্তার | লামিয়া হোসেন |
০৫ | ৫ম | মৌসী আক্তার | রফিকুল ইসলাম | অহিদুল শেখ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস