বিদ্যালয়টি জমির পরিমান ৫২ শতাংশ। এখানে একটি একতলা ও একটি সেমি দ্বিতল ভবন আছে। দুটি ভবনে মোট ৮টি কক্ষ আছে। শিক্ষক ৭ জন। এবং বর্তমানে কর্মরত আছে ৩ জন। মোট ছাত্র ছাত্রী সংখ্যা ৩৫০ জন।
পূবে চারিগাঁও গামে কিংবা পার্শবর্তী এলাকায় কয়েক মাইলের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার শিক্ষা অনুরাগী হরিপদ দাস পোদ্দার , তপন দাস বসু, কেরু মন্ডল সহ আরো আনেকে বিদ্যা শিক্ষা প্রসারের জন্য ১৯৪৬ সালে উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
ক্র:নং | শ্রেনী | বালক | বালিকা | মোট |
1 | শিশু | 18 | 27 | 45 |
2 | প্রথম | 38 | 30 | 68 |
3 | দ্বিতীয় | 34 | 30 | 64 |
4 | তৃতীয় | 26 | 31 | 57 |
5 | চতুর্থ | 28 | 27 | 55 |
6 | পঞ্চম | 29 | 32 | 61 |
সর্বমোট | 173 | 177 | 350 |
ক্র.নং | নাম | পদবী |
1 | নারায়ন চন্দ্র মন্ডল | সভাপতি |
2 | পরিমল চন্দ্র মন্ডল | সহ-সভাপতি |
3 | ঝুনু রানী চৌধুরী | সদস্য সচিব |
4 | সবিতা রানী পাল | সদস্য |
5 | জগবন্ধু মন্ডল | সদস্য |
6 | কৃষ্ণ চন্দ্র মন্ডল | সদস্য |
7 | কুতুব উদ্দিন হাওলাদার | সদস্য |
8 | নাছিমা বেগম | সদস্য |
9 | ঝর্ণা মন্ডল | সদস্য |
10 | ঝর্না মন্ডল | সদস্য |
11 | দীনেশ চন্দ্র মন্ডল | সদস্য |
12 | নিমাই চন্দ্র মন্ডল | সদস্য |
২০১১ সালে ১০০% পাশ সহ ১টি ট্যালেন্টপুল বৃত্তি লাভ।
ভবিষ্যতে স্কুলটিকে আধুনিকতর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস