অত্র প্রতিষ্ঠানে একটি পাকা ও দুইটি সেমি-পাকা ভবন আছে। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষকও ৩৬০ জন ছাত্র - ছাত্রী আছে। মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত তিনটি ডেস্কটপ , একটি ল্যাপটপ ও প্রোজেক্টর এবং নিজস্ব অর্থায়নে ডেস্কটপ নিয়ে একটি আধুনিক ও সু-সজ্জিত কম্পিউটার ল্যাব আছে। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে একটি যুগোপযোগী পাঠাগার রয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রয়োজনীয় সরঞ্জামাদি সম্বলিত একটি বিজ্ঞানাগার স্থাপন করা হয়েছে। বিদ্যালয়টিতে সু-পেয় পানির ব্যাবস্থা আছে।
বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এবং আজিজ এন্ড কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মরহুম আলহাজ্ব আজিজুল হক খান সুবিধা বঞ্চিত গ্রামগুলোতে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি তার পরম শ্রদ্ধেয়া মা নূরজাহান খান এর নামে নামকরন করা হয়। বিদ্যালয়টি ০১/০১/১৯৮৭ সালে জুনিয়র বালিকা বিদ্যালয় এবং ১৯৮৮ ইং সন থেকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। সময়ের প্রয়োজনে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যতের কথা চিমত্মা করে তৎকালীন ম্যানেজিং কমিটির এক সাহসী উদ্যোগের ফলে ২০১০ সালে সহ- শিক্ষাকার্যক্রম চালু করা হয়। বিদ্যালয়টি মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলার অমত্মর্গত একটি স্বনামধন্য বিদ্যাপীঠ।
ক্রমিক নং | শ্রেনী | মোট | মত্মব্য |
০১ | ষষ্ঠ- ক | ৬১ জন |
|
০২ | ষষ্ঠ- খ | ৬২ জন |
|
০৩ | সপ্তম | ৭৭ জন |
|
০৪ | অষ্টম | ৬১ জন |
|
০৫ | নবম | ৫৪ জন |
|
০৬ | দশম | ৪৫ জন |
|
সর্বমোট | ৩৬০ জন |
|
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মোঃ মোশারফ হোসেন খান | সভাপতি |
০২ | মোঃ আঃ আব্দুল লতিফ | কো-অপ্ট সদস্য |
০৩ | জনাব ফারুকুজ্জামান খান | প্রতিষ্ঠাতা সদস্য |
০৪ | জনাব মোঃ নাসির উদ্দিন ভহঁইয়া | দাতা সদস্য |
০৫ | জনাব মোঃ তোফাজ্জল হোসেন | অভিভাবক সদস্য |
০৬ | জনাব ডাঃ আঃ লতিফ | অভিভাবক সদস্য |
০৭ | জনাব মোঃ সিদ্দিকুর রহমান | অভিভাবক সদস্য |
০৮ | সাধন দাস | অভিভাবক সদস্য |
০৯ | মোঃ আবুল বাশার | শিক্ষকপ্রতিনিধি |
১০ | শাহানারা সুলতানা | শিক্ষকপ্রতিনিধি |
১১ | মোঃ সমশের আলী | সম্পাদক / প্রধান শিক্ষক |
পরীক্ষার বছর | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৯ | ১৮ | ১৬ | ৮৯% |
২০১০ | ২১ | ১৪ | ৬৭% |
২০১১ | ৩০ | ২২ | ৭৩% |
২০১২ | ৩২ | ৩০ | ৯৪% |
২০১৩ | ৩৫ | ৩২ | ৯১% |
২০১১ ইং সনে জেএসসি পরীক্ষায় বৃত্তি লাভ।
২০১৪ ইং সনে এস,এস,সি পরীক্ষায় ৫ জন GPA5 ও ২জন Golden GPA5 লাভ।
বিদ্যালয়টিকে একটি যুগোপযোগী ও প্রযুক্তি ভিত্তিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা।
প্রধান শিক্ষক–
মোঃ সমশের আলী
মোবাইল নং- ০১৭১৮-৮৯৩৯২০।
খোদাইবাড়ী নূরজাহান খান উচ্চ বিদ্যালয়
ক্রঃ নং | স্থান | ষষ্ঠ শ্রেনী | সপ্তম শ্রেনী | অষ্টম শ্রেনী | নবম শ্রেনী | দশম শ্রেনী |
০১ | প্রথম | জয়শ্রী শীল | সিনথিয়া আক্তার | লিজা আক্তার | আকিব হাসান | সানজিদা রহমান |
০২ | দ্বিতীয় | বিলকিস বানু | সাবিকুন নাহার | নয়ন মনি | মোঃ ইব্রাহিম | তামান্না আক্তার |
০৩ | তৃতীয় | প্রিয়া মনি | কবিতা আক্তার | আমেনা আক্তার | মোঃ জাকারিয়া | সায়মা আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস