প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ননাঃবিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি পশ্চিম পাশ দিয়ে আছে একটি মেঠো পথ।রাস্তাটি ইট দিয়ে তৈরী।একটি পাক ভবনে শ্রেনীর কাযক্রম চলছে।অন্য ভবনটি নিমানাধীন যা চারতলা বিশিষ্ট হবে।বতমানে নীচ তলার কাজ চলছে।ভবনের সামনে একটি মাঠ আছে।বিদ্যালয়টি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকল উপকরনাদি বিদ্যমান আছে।আর ও আকষনীয় করার জন্য প্রয়োজনীয় সকল কিছু সংগ্রহ করা হবে।বিদ্যালয়ে ৫ জন শিক্ষক ও ৪০০ ছাত্র/ছাত্রী আছে।
প্রতিষ্ঠাকাল এবং ইতিহাসঃ বিদ্যালয়টি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়।দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করন করা হয়।
বিদ্যালয়টি যেগ্রামে অবস্থিত সে গ্রামের নাম জগন্নাথ পট্রি।এই গ্রামের নামানুসারেই বিদ্যালয়টির নাম করন করা হয় জগন্নাথ পট্রি সরকারী প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়ের জমি দাতার নাম হামেদ আলী বেপারী।তিনি ছিলেন একজন বড় মনের মানুষ।স্বাধীনতার পূবে তিনি ইউ পি. সদস্য নিবচিত হন।বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুর দিকে এই বিদ্যালয়টি ছিল বতমান অবস্থান থেকে প্রায় ২০০ মিটার উত্তরে দাতার অন্য একটি বাড়িতে ।পরে সেখানে জায়গার সমস্যা হওয়ার কারনে বিদ্যালয়টি বতমান অবস্থানে স্থানান্তর করা হয়। বিদ্যালয়ের জমির পরিমান ৩০ শতাংশ যা বিদ্যালয়ের দখলে রয়েছে। বিদ্যালয়টি ভবিষ্যতে একটি আকষনীয় বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠা করার সদিচ্ছা সংশ্লিষ্ট সকলের।
ছাত্র-ছাত্রীদের সংখ্যাঃ শ্রেণি অনুযায়ী
ক্রমিক নং | শ্রেণি | মোট |
১ | শিশু শ্রেণি | ৭৩ |
২ | ১ম শ্রেণি | ৬৯ |
৩ | ২য় শ্রেণি | ৯০ |
৪ | ৩য় শ্রেণি | ৬৪ |
৫ | ৪থ শ্রেণি | ৬২ |
৬ | ৫ম শ্রেণি | ৪২ |
মোট |
| ৪০০ জন |
বর্তমান পরিচালানা কমিটির তথ্যঃ
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মোঃ আনোয়ার আলী | সভাপতি |
০২ | লিপি বেগম | সহ-সভাপতি |
০৩ | মোঃ লিটন | সদস্য |
০৪ | শাফিয়া বেগম | সদস্য |
০৫ | আঃ রশিদ | সদস্য |
০৬ | সামছুল হক | সদস্য |
০৭ | রাশিদা বেগম | সদস্য |
০৮ | আঁখি বেগম | সদস্য |
০৯ | শহিদুল ইসলাম | সদস্য |
১০ | রোকসানা বেগম | সদস্য |
১১ | জায়েদা বেগম | সদস্য |
১২ | মোঃজাহাঙ্গীর হোসেন মোল্লা | প্রধান শিক্ষক / সদস্য সচিব |
বিগত ৫বছরের ফলাফল অর্জনঃ
শ্রেণী ৫ম
সন | পরীক্ষায় অংশ গ্রহন কারী | পাশের সংখ্যা |
২০০৮ | ৩৩ জন | ৩৩ জন |
২০০৯ | ৩২ জন | ৩১ জন |
২০১০ | ২৮ জন | ২৮ জন |
২০১১ | ২৮ জন | ২৮ জন |
২০১২ | ৪০ জন | ৪০ জন |
বিগত ৫বছরের ফলাফল অর্জনঃ
শ্রেণী ৫ম
সন | পরীক্ষায় অংশ গ্রহন কারী | পাশের সংখ্যা |
২০০৮ | ৩৩ জন | ৩৩ জন |
২০০৯ | ৩২ জন | ৩১ জন |
২০১০ | ২৮ জন | ২৮ জন |
২০১১ | ২৮ জন | ২৮ জন |
২০১২ | ৪০ জন | ৪০ জন |
ভবিষ্যত পরিকল্পনা: আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়টিকে আরও উন্নত করা হবে।
যেগাযোগ:
মোঃজাহাঙ্গীর হোসেন মোল্লা
প্রধান শিক্ষক
জগন্নাথ পট্রি সরকারী প্রাথমিক বিদ্যালয়
শ্রীনগর, মুন্সিগঞ্জ।
মোবাইলঃ ০১৭২৭-৬৩৪৫৯৯
মেধাবী চাত্র-ছাত্রী বৃন্দঃ
ক্রমিক নং | শ্রেণি | নাম | ||
রোল-০১ | রোল-০২ | রোল-০৩ | ||
১ | শিশু শ্রেণি |
|
|
|
২ | ১ম শ্রেণি | নূরজাহান আক্তার | ফারিয়া আক্তার | সুলতানা আক্তার |
৩ | ২য় শ্রেণি | জেরিনা আক্তার | দিয়া মনি আক্তার | মোঃইব্রাহিম |
৪ | ৩য় শ্রেণি | সানজিদা আক্তার | রাবেয়া আক্তার | সিনথিয়া আক্তার |
৫ | ৪থ শ্রেণি | বুশরা আক্তার | মোঃ অহিদ | মিম আক্তার |
| ৫ম শ্রেণি | শারমিন আক্তার | জুই মনি | বানেচা আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস