সোন্দাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৪ জন শিক্ষক ও ২০০ জন ছাত্র ছাত্রী আছে। বর্তমানে ৩ কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মানাধীন রয়েছে।
তৎকালীন সময়ে সোন্ধাদিয়া গ্রামে কোন প্রথমিক বিদ্যালয় ছিলনা। শিক্ষানুরাগী কাজী এমদাদুল হক (তারা কাজী) বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। তার অবদানেই আজকের সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
ক্র.নং | নাম | পদবী |
1 | মো. আলী আকবর | সভাপতি |
2 | শ্রী লক্ষী কান্ত দত্ত | সহ-সভাপতি |
3 | লাইলী বেগম | সদস্য সচিব |
4 | মো. শাহজাহান মিয়া | সদস্য |
5 | মো. মকুল হাওলাদার | সদস্য |
6 | মো. শাহ জাহান মল্লিক | সদস্য |
7 | লায়লা ইসলাম | সদস্য |
ক্রমিক নং | পাশের সন | পাশের হার |
1. | 2008 | 100% |
2. | 2009 | 100% |
3. | 2010 | 100% |
4. | 2011 | 100% |
5. | 2012 | 100% |
শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় চলছে।
2012 সালে 2টি প্রাথমিক বৃত্তি লাভ।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার গুনগত মান উন্নয়ন করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা।
সোন্দাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
শ্রীনগর, মুন্সীগঞ্জ।
ক্র.নং | শ্রেণী | নাম | ||
|
| রোল -০১ | রোল -০২ | রোল -৩ |
1 | প্রথম শ্রেণী | অপরাজিতা রায় | ফাতিমা | মনিকা |
2 | দ্বিতীয় শ্রেণী | মরিয়ম | জিহাদ | সিয়াম |
3 | তৃতীয় শ্রেণী | আরিফা | সাইদুল বাসার | সুরাইয়া স্বর্না |
4 | চতুর্থ শ্রেণী | ইশিতা | কাজী সাদিয়া | স্বর্না |
5 | পঞ্চম শ্রেণী | মানতাসা খান | সুইটি আক্তার | রিমা জান্নাত |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস