ঢাকা- মাওয়া মহাসড়ক সংলগ্ন হাঁসাড়া নামক স্থানে অত্যন্ত মনোরম পরিবেশে এর অবস্থান। ঢাকা থেকে দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। প্রধান সড়ক সংলগ্ন ঘন সবুজ গাছপালায় ঘেরা সুদৃশ্য বহিরাঙ্গণ প্রধান ফটক সবার দৃষ্টি কেড়ে নেয়। এই প্রতিষ্ঠানের রয়েছে প্রায় ৫০ একর জমি। ছোটবড় অনেক পুকুরের পাশাপাশি দীঘীও রয়েছে এখানে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি ছিল দোতলা, আর এর কক্ষ ছিল ১৫-১৬ টি । এর স্থাপত্য শিল্প ছিল খুবই আকর্ষণীয়। পরবর্তিতে এটিকে সংস্কার করে ১৯৮৭ সালে তিন তলা ভবন নির্মাণ করা হয়।
ক্রমিক নং | শ্রেণি | মোট |
১ | ষষ্ঠ শ্রেণি | ৪৬৯ |
২ | সপ্তম শ্রেণি | ৩২১ |
৩ | অষ্টম শ্রেণি | ৩৪৮ |
৪ | নবম শ্রেণি | ২৪৫ |
৫ | দশম শ্রেণি | ২৬৪ |
সর্বমোট | ১৬৪৭ |
বিগত ৫ বছরের এস,এস,সি পরীক্ষার ফলাফলঃ
সন | মোট পরীক্ষার্থী | মোট পাশ | পাশের হার |
২০০৯ | ১৩৭ | ১০৩ | ৭৫.১৮% |
২০১০ | ১৪৯ | ১২১ | ৮১.২১ % |
২০১১ | ২০১ | ১৬৬ | ৮২.৫৯ % |
২০১২ | ১১২ | ১৪৪ | ৭৫ % |
২০১৩ | ১০৫ | ৯৬ | ৯১.৪৩ % |
বিগত ৩ বছরের জে,এস,সি পরীক্ষার ফলাফলঃ
সন | মোট পরীক্ষার্থী | মোট পাশ | পাশের হার |
২০১০ | ২৭৮ | ১৮০ | ৬৪.৭৫% |
২০১১ | ৩৮৮ | ১৮০ | ৪৬.৩৯% |
২০১২ | ৩৫২ | ২৭৩ | ৭৭.৫৬% |
ক্রমিক নং | শ্রেণি |
|
|
|
|
| রোল নং-১ | রোল নং-২ | রোল নং-৩ |
১ | ষষ্ঠ শ্রেণি | মারিয়া আক্তার | তাসনিমুল পারভেজ | মোজাহিদুল ইসলাম |
২ | সপ্তম শ্রেণি | সাব্বির শাহরিয়ার | প্রনব মল্লিক | শফিকুল ইসলাম |
৩ | অষ্টম শ্রেণি | তানভিরুল আমীন সিয়াম | মোঃ শাহাদাৎ হোসেন | মারিয়া ইসলাম |
৪ | নবম শ্রেণি | ফারজানা আক্তার | এলিজা হাবীব ঐশী | বিথী পাল |
৫ | দশম শ্রেণি | আসমা আক্তার | মাইমুনা হান্না | মেঘলা মণ্ডল |
গত ২০১২ সনের ১লা জানুয়ারি থেকে দুই শিফট চালু হয়। উপজেলা পর্যায়ে সরকারি পরিসংখ্যান মোতাবেক ২০১০ সালের এস,এস,সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বিদ্যালয়টি শ্রীনগর উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে। এ ছাড়াও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২০১০ সালে ১৩ টি বৃত্তি(সাতটি ট্যালেন্টপুলে, ছয়টি সাধারণ গ্রেডে) পেয়ে উপজেলায় তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। প্রতিষ্ঠানটি সঁতার প্রতিযোগিতায় উপজেলা, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে বেশ কয়েকবার। ক্রিকেটে ২০০৪,২০০৫ও ২০০৬ সালে পর পর তিনবার উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ ছাড়াও বিভিন্ন সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্য উল্লেখ করার মতো।
বিদ্যালয়টির সম্ভাবনা অনেক। তাছাড়া মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় বিদ্যালয়টি সবার চোখে পড়ে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খালাধুলা ও বিজ্ঞান চর্চার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করার সিঁড়ি প্রস্তুত করে দেওয়া যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নীরব বিপ্লব ঘটেছে বলা যায়। বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.hasarakkhighschooledu.wordpress.com)রয়েছে তা ছাড়া ইমেইলও(hasarakkhighschool.1879@gmail.com)রয়েছে। এ সব প্রযুক্তি ব্যাবহার করে বিদ্যালয়কে অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
হাঁসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়,
হাঁসাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৩০০৮০২৯
ই-মাইলঃhasarakkhighschool.1879@gmail.com
ওয়েব সাইটঃ www.hasarakkhighschooledu.wordpress.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস