প্রায় ১.৩৭ শতাংশ জমি বিশিষ্ট এই স্কুলটি চারদিকে সবুজের সমারোহে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত।এই স্কুলে রয়েছে একটি সুবিশাল খেলাল মাঠ যা অন্য স্কুলের শিক্ষার্থীদের কাছে ঈর্ষনীয়। বর্ষায় চারপাশে শুধু পানি আর পানি। দেখলে মনে হয় কোন একটা দ্বীপ। স্কুলের শিক্ষক পদ সংখ্যা ৫ জন।
বিক্রমপুরের প্রাচীন স্কুল গুলোর মধ্যে অন্যতম।ঐতিহ্যবাহীএকটি স্কুল হচ্ছে সমসাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়।১৯৫০ সারে স্থাপিত এই স্কুলটি জাতীয়করন হয় ১৯৭২ ।
ক্র.নং | নাম | পদবী |
1 | মো: আ: ছাত্তার মিয়া | সভাপতি |
2 | জেসমিন নেওয়াজ | শিক্ষক প্রতিনিধি |
3 | নাসরিন সুলতানা | সহ-সভাপতি |
4 | সাহিদা বেগম | অভিভাবক সদস্য |
5 | লাল মিয়া | অভিভাবক সদস্য |
6 | কামাল পারভেজ | অভিভাবক সদস্য |
7 | সেলিনা বেগম | মহিলা সদস্য(বিদ্যেৎসাহী) |
8 | সিরাজুল ইসলাম | পুরুষ সদস্য |
9 | চৌধূরী নাজনীন আক্তার | সদস্য সচিব |
ফলাফল এর তথ্য পরে জানানো হবে।
২০০৮সালে সমাপনীতে একটি ট্যালেন্টপুলে ও একটি সাধারন গ্রেটে বৃত্তি।
২০১২ সালে দুইটি সাধারন বৃত্তি লাভ।
একটি আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা।
চৌধুরী নাজনীন আক্তার।
প্রধান শিক্ষক, সমসাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ক্র.নং | শ্রেণী | নাম | ||
|
| রোল -০১ | রোল -০২ | রোল -৩ |
1 | ১মশ্রেণী | সামিয়া আক্তার | উর্মি রআক্তার | সামিয়া জাহিদ |
2 | ২য় শ্রেণী | মীর সামিউর মোস্তফা | মারুফ হোসেন | আরাফাত হোসেন |
3 | ৩য় শ্রেণী | মেহেরিন আক্তার | আল- হাসান | জাহিদ হাসান |
4 | ৪র্থ শ্রেণী | আবির শেখ | মেহেদী হাসান | হাফিজা খানম |
5 | ৫ম শ্রেণী | মিমি আক্তার | সুলতানা আক্তার | দিদার হোসেন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস