অত্র ফুলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র পুরাতন জরাজীর্ন ভবনটি নিলামে বিক্রয়ের মাধ্যমে অপসারন করা হয়েছে। নতুন ভবনের নির্মান কাজ এখনো শুরু হয়নি। এলাকার শিক্ষানু রাগী ব্যাক্তি বর্গের উদ্যোগে তিন কক্ষ বিশিষ্ট ১টি টিনের ঘর নির্মানকরে শ্রেনী পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টিতে শিক্ষক পদ সংখ্যা ৪। বর্তমানে ৩ জন কার্যরত ও ১টি শুণ্য পদ আছে।
১,মরহুম আবদুল্ল বাছের খাঁ, ২,মরহুম মোঃকবির উদ্দিন মিঞা, ৩,মরহুম মোঃকফিল উদ্দিন মিঞাসমাজের বিশিষ্ট জন ছিলেন। তারা এ বিদ্যালয়টিপ্রতিষ্ঠার জন্য ৪০ শতাংশ জায়গা দান করেন। উক্ত দাতাগন এবং স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবীগন স্থানীয় চাঁদার সাহায্যে বিদ্যালয়টি গড়ে তোলেন । অতঃপর ০১-০৭-১৯৭৩ খ্রীঃ বিদ্যালয়টি বাংলাদেশ সরকার সরকারি করন বিদ্যালয়টি নাম হয় ফুলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ক্র:নং: | শ্রেনী | মোট |
১ | শিশু শ্রেনী | ৩৫ |
২ | ১ম শ্রেনী | ২৯ |
৩ | ২য় শ্রেনী | ৪৩ |
৪ | ৩য় শ্রেনী | ৪৬ |
৫ | ৪র্থ শ্রেনী | ৪৪ |
৬ | ৫ম শ্রেনী | ৪৪ |
| সর্বমোট | ২৪১ |
ক্র: নং | নাম | পদবী |
১ | জনাব মোঃ মোশারফ হোসেন | সভাপতি |
২ | “ মোঃ তরিকুল ইসলাম | সহ-সভাপতি |
৩ | “ মোঃ কুতুব উদ্দিন মিয়া | সদস্য |
৪ | “ মোঃ নূরুল ইসলাম | সদস্য |
৫ | “ মোঃ হাবিবুর রহমান | সদস্য |
৬ | “ আঃ করিম | সদস্য |
৭ | “ রিভা আক্তার পলি | সদস্য |
৮ | “ শামীমা আক্তার | সদস্য |
৯ | “ মায়া বেগম | সদস্য |
১০ | “ হেলেনা বেগম | সদস্য |
১১ | “ নাসরিন আক্তার | সদস্য সচীব |
আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়টিকে আর উন্নত করা হবে।
ফুলকুচি,কোলাপাড়া, শ্রীনগর, মুন্সীগঞ্জ।
ক্র: নং | শ্রেনী | নাম | ||
|
| রোল-০১ | রোল-০২ | রোল-০৩ |
১ | শিশু শ্রেনী | - | - | - |
২ | ১ম শ্রেনী | শেখ আবদুল্লাহ | অধ্রা বাড়ৈ | আর্পিতা মন্ডল |
৩ | ২য় শ্রেনী | মারুফ আহমেদ | ইয়াসিন আরাফাত | চয়ন বাড়ৈ |
৪ | ৩য় শ্রেনী | মোঃ সিহাম | মোঃ জামিল হাসান | মোঃ উৎসব |
৫ | ৪র্থ শ্রেনী | মনিষা মন্ডল | আছিয়া আক্তার লিয়া | পায়েল মন্ডল |
৬ | ৫ম শ্রেনী | কানিজ ফাতেমা ঐশী | আনামিকা বাড়ৈ | ফাতেমা আক্তার রিয়া |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস