মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার অধিনস্থ ষোলঘর ইউনিয়নে অবস্থিত ষোলঘর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির দুটি ভবন, যা আলাদা আলাদা সময়ে নির্মাণ করা হয়েছে। ভবন দুটিতে ৩টি করে মোট ৬ টি কক্ষ রয়েছে। পাঁচটি কক্ষ শ্রেণী পাঠ দানে ব্যবহৃত হয় এবং একটি কক্ষ অফিস কক্ষ ও শিক্ষক মিলনায়তন হিসেবে ব্যবহৃত হয়। বিদ্যালয়টি উপজেলা পরিষদ থেকে ২৫০ মিটার দুবে অবস্থিত। বিদ্যালটির সার্বিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।
ষোলঘর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ খ্রি. প্রতিষ্ঠিত হয়। এর জাতীয় করণ করা হয় ১৯৭৩ খ্রি.। ষোলঘর এ.কে.এস.কে. উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় ভবন নির্মানের জন্য জমি প্রদান করেন।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র/ছাত্রী সংখ্যা |
০১ | শিশু শ্রেণী | ৪৬ |
০২ | প্রথম শ্রেণী | ৭৩ |
০৩ | দ্বিতীয় শ্রেণী | ৭৩ |
০৪ | তৃতীয় শ্রেণী | ৭২ |
০৫ | চতুর্থ শ্রেণী | ৫২ |
০৬ | পঞ্চম শ্রেণী | ৫৭ |
সর্বমোট | ৩৭৩ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | গবিন্দ রায় | সভাপতি |
০২ |
| শিক্ষক প্রতিনিধি |
০৩ | দিলীপ কুমার চক্রবর্ত্তী | শিক্ষক প্রতিনিধি |
০৪ | নীলা আক্তার | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
০৫ | কাশিনাথ ঘোষ | অভিভাবক সদস্য |
০৬ | মাহবুবুর রহমান চৌধুরী | অভিভাবক সদস্য |
০৭ | নারগিছ সুলতানা | অভিভাবক সদস্য |
০৮ | নাহিদা সুলতানা | অভিভাবক সদস্য |
০৯ |
| সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ |
| প্রতিষ্ঠাতা সদস্য |
১১ |
| দাতা সদস্য |
১২ |
| কো-অপ্ট সদস্য |
১৩ | নাজমা বেগম | সদস্য সচিব |
তথ্য পবে আপলোড করা হবে।
ক্র: নং | শ্রেণী | নাম | ||
রোল নং -১ | রোল নং -২ | রোল নং -৩ | ||
০১ | শিশু শ্রেণী | মোঃ তানজিন সাহরিয়া | মোঃ সকাল | রোকেয়া আক্তার |
০২ | প্রথম শ্রেণী | মোঃ ইমরান হোসেন | তাহমিনা আনিকা | ফারহানা রিতু |
০৩ | দ্বিতীয় শ্রেণী | জান্নাত আক্তার | রুজবা হক স্বর্নীল | লাবনী আক্তার |
০৪ | তৃতীয় শ্রেণী | রুবাইয়া মেহেরুন | মোঃ নিজাম উদ্দিন | কাকলী আক্তার |
০৫ | চতুর্থ শ্রেণী | মোঃ ফারদিন হক আসির | কারিমা আক্তার | মোঃ শাওন শেখ |
০৬ | পঞ্চম শ্রেণী | নাঈমুর রহমান ভূঁইয়া | সারাভান তহুরা | জেরিন ইসলাম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস