বিদ্যালয়টিমুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন কোলাপাড়া ইউনিয়নের কোলাপাড়া গ্রামে আবস্থিত। ১৯৫৫খ্রিঃ সালে বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। বিদ্যালয়টির জমির পরিমান ৬৮ শতাংশ। শিক্ষক সংখ্যা ৭জন। বতমান ছাত্র-ছাত্রী সংখ্যা ৪২১ জন।
বিদ্যালয়টির নাম করন করা হয় গ্রামের নাম অনুসারে কোলাপাড়া প্রাথমিক বিদ্যালয়।
তাই কোমলমতি শিশুদের শিক্ষার কথা বিবেচনা করে ১৯৫৫ সালে এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়।
ক্র: নং | নাম | পদবী |
১ | আলহাজ্ব আব্দুস সালাম | সভাপতি |
২ | নাজমা আক্তার | শিক্ষক প্রতিনিধি |
৩ | মোঃ মফিদুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
৪ | দিলীপ কুমার চক্রবতী | অভিভাবক সদস্য |
৫ | মীর মোঃ রেজাউল রহমান | অভিভাবক সদস্য |
৬ | মাহবুবা রশিদ মালা | অভিভাবক সদস্য |
৭ | শিল্পী আক্তার | অভিভাবক সদস্য |
৮ | ময়না বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
৯ | দিলরুবা মেহেজাবীন হিরা | বিদ্যোসাহী মহিলা সদস্য |
১০ | এনায়েত হোসেন ফনি | দাতা সদস্য |
১১ | মাহবুব আলম | ইউপি সদস্য |
১২ | পারভেজ হোসেন | সদস্য সচিব |
ভবিষ্যতে আরও ভালফলাফল লাভের আশায় আধিক মনোযোগী হওয়ার জন্য পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
কোলাপাড়া , ইউনিয়নঃ কোলাপাড়া, থানাঃ শ্রীনগর, মুন্সীগঞ্জ।
ক্র: নং | শ্রেনী | নাম | ||
|
| রোল-০১ | রোল-০২ | রোল-০৩ |
১ | শিশু শ্রেনী | তান্নিমা হামিদ | তাজমনি | তানভীর (তমাল) |
২ | ১ম শ্রেনী | তানজিলা হোসেন | মোঃ জোনায়েত | ছোঁইয়া আক্তার |
৩ | ২য় শ্রেনী | ফাহমিদা আহম্মেদ | রোকসানা আক্তার | তুষার খান (শান্ত) |
৪ | ৩য় শ্রেনী | আমরিন আক্তার | হাজেরা আক্তার | আব্দুল্লাহ বিন আব্বাস |
৫ | ৪র্থ শ্রেনী | সাদিকা পারভেজ | ফারিয়া আনজুম | সিমরিন খুশবু |
৬ | ৫ম শ্রেনী | মাকসূরা জাহান লিখন | জান্নাতুল ফেরদৌস | ফাহিম আহম্মেদ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস