অত্র মজিদপুর দয়হাটা কে.সি. ইনষ্টিটিউশনে ৩টি পাকা ভবন রয়েছে। তার মধ্যে ২টি দ্বিতল ভবন এবং অপটি ৩তলা ভবন। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক ও ৭৩৫ জন ছাত্র/ছাত্রী আছে। বিদ্যালটি মনোরম পরিবেশে অবস্থিত এবং একটি উচ্চ বিদ্যালয়ে যা যা প্রয়োজন তার সবই প্রায় আছে।
মরহুম কফিলউদ্দিন চৌধুরী একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। অত্র প্রতিষ্ঠানটি তিনিই প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামেই এ বিদ্যালয়ের নাম রাখা হয় কে.সি. ইনষ্টিটিউশন। প্রথমে জুনিয়র হিসাবে এবং পরে ১৯৭০ সনে উচ্চ বিদ্যালয় হিসেবে প্রথম স্বীকৃতি পায়। এ বিদ্যালয়টি শ্রীনগর উপজেলার একটি অন্যতম বিদ্যাপীঠ।
ক্র:নং | শ্রেনী | মোট |
1 | ষষ্ঠ শ্রেনী | ২০৪ |
2 | সপ্তম শ্রেনী | ১৬০ |
3 | অষ্টম শ্রেনী | ১৭০ |
4 | নবম শ্রেনী | ১০১ |
5 | দশম শ্রেণী | ১০০ |
সর্বমোট | ৭৩৫ |
ক্র.নং | নাম | পদবী |
1 | জনাব এ.কে.এম. সামসুদ্দোহা চৌধুরী | সভাপতি |
2 | জনাব মো. আব্দুল কাদের | শিক্ষক প্রতিনিধি |
3 | শুন্য | শিক্ষক প্রতিনিধি |
4 | শুন্য | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
5 | জনাব মো. এবাদত হোসেন খান | অভিভাবক সদস্য |
6 | জনাব মো. মোতাহার হোসেন | অভিভাবক সদস্য |
7 | জনাব মো. সিদ্দিক সরকার | অভিভাবক সদস্য |
8 | হাজী মো. স্বাধীন মোল্লা | অভিভাবক সদস্য |
9 | হোসনে আরা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
10 | শুন্য | প্রতিষ্ঠাতা সদস্য |
11 | সভাপতি | দাতা সদস্য |
12 | অধ্যাপক ইউসুফ আলী চৌধুরী | কো-অপ্ট সদস্য |
13 | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়টি কে আর উন্নত করা হবে।
এম. শামছুল হক,
প্রধান শিক্ষক,
মজিদপুর দয়হাটা কে.সি. ইনস্টিটিউশন।
শ্রীনগর, মুন্সীগঞ্জ।
মোবাইল: ০১৭১৬৬৩২৭২৬
ক্র.নং | শ্রেণী | নাম | ||
|
| রোল -০১ | রোল -০২ | রোল -৩ |
1 | ৬ষ্ঠ শ্রেণী | মাহবুব রহমান | জান্নাতুল নাফিজ | বজলুর রহমান |
2 | ৭ম শ্রেণী | বিথী আক্তার | সবরিন আক্তার | মো. তাজরিয়ান |
3 | ৮ম শ্রেণী | নুসরাত জাহান | মো. আল আমিন | সজিব হোসেন |
4 | ৯ম শ্রেণী | বিল্লাল হোসেন | ঋতু আক্তার | নাজমুল হাসান |
5 | ১০ম শ্রেণী | আছিফ হোসেন | জান্নাতুল ফেরদৌস | আবদুল হালিম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস