বিদ্যালয়টি ষোলঘর জোড়দিঘীর পাড় অবস্থিত।বিদ্যালয়টি ৩৪(চৌত্রিশ শতাংশ)জায়গার উপর অবস্থিত।জমি দাতার নাম প্রমথনাথ সেন। বর্তমানে বিদ্যালয়টিতে দুইটি বিল্ডিং আছে।
প্রমথনাথ সেন নামে একজন দানশীল ব্যাক্তি শিক্ষার গুরুত্ব উপলব্দ্ধি করে উক্ত বিদ্যালয়ের জমিটি দান করেন। প্রথম অবস্থায় বিদ্যালয়টি সামাজিক উদ্যোগে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে তা জাতীয়করণের আওতায় আসে।
প্রতিষ্ঠার প্রারম্ভকাল থেকেই বিদ্যালয়টি সুনাম অর্জন করে আসছে।এই বিদ্যালয় থেকে পাশ করে বহু ছাত্র ছাত্রী এখন ডাক্তার ,ইঞ্জিনিয়ার ,শিখক্ষ,সচিব ইত্যাদি পদে আছে।
ক্র:নং | শ্রেনী | মোট |
০১ | শিশু শ্রেণী | ২৬ |
০২ | ১ম শ্রেনী | ৪৩ |
০৩ | ২য় শ্রেনী | ৩৫ |
০৪ | ৩য় শ্রেনী | ৩০ |
০৫ | ৪র্থ শ্রেনী | ৩৩ |
০৬ | ৫ম শ্রেণী | ২৮ |
সর্বমোট | ১৯৫ |
ক্র.নং | নাম | পদবী |
1 | কাজী শহিদুল ইসলাম | সভাপতি |
2 | দিলীপ কুমার চক্রবর্তী | সহ সভাপতি |
3 | লতিকা রানী পোদ্দার | সদস্য সচিব |
4 | মো: নুরুল ইসলাম | সদস্য |
5 | হামিদা বেগম | সদস্য |
6 | তপন কুমার পাল | সদস্য |
7 | পশমী হকপরবপপপ | সদস্য |
8 | মো: শাহ আলম | সদস্য |
9 | আছমা বেগম | সদস্য |
10 | নীল কমল বালা | সদস্য |
11 | বেদনা রানী বিশ্বাস | সদস্য |
12 | মো: মহিউদ্দিন | সদস্য |
পরবর্তীতে ফলাফল আপলোড করা হবে।
সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%। ২০০৮ সালে ১জন টেলেন্টপুলে এবং ১ জন সাধারন গ্রেডে বৃত্তি।২০১১ এবং ২০১২ সালে যথাক্রমে ১জন এবং ২ জন টেলেন্টপুলে বৃত্তি লাভ।
আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়টি কে আর উন্নত করা হবে।
লতিকা রানী পোদ্দার
প্রধান শিক্ষক,
ষোলঘর ১ নং সরঃ প্রাঃ বিদ্যালয়
শ্রীনগর, মুন্সীগঞ্জ।
মোবাইল: ০১৬৭০৮৫১০৯২
ক্র.নং | শ্রেণী | নাম | ||
|
| রোল -০১ | রোল -০২ | রোল -০৩ |
1 | প্রথম | সৌরভ হোসেন | অনন্যা রানী মন্ডল | চয়নিকা আক্তার |
2 | দ্বিতীয় | আলীমীর মোহতাসিন | শ্রীভাস পাল | ফাহাদ মুনতাসির |
3 | তৃতীয় | অর্জন ভূইয়া | পুজা মল্লিক | অর্পা মন্ডল |
4 | চতুর্থ | আলীমীর মোরছালিণ | দিপীকা রানী পাল | মো: রাসেল |
5 | পঞ্চম | নুরজ্জামান | শ্রীবন পালতীর্থ | বর্ষা মন্ডল |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস