Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ষোলঘর এ,কে, এস, কে উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

ষোলঘর এ, কে, এস, কে উচ্চ বিদ্যালয়টি মুন্সীঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলার প্রাচিন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম। স্বর্গীয় অক্ষয় কুমার এবং শশী কুমার যৌথভাবে ১৯২৫ খ্রি: এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং ইহা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভবে স্বীকৃতি প্রাপ্ত। বিদ্যালয়টি শ্রীনগর উপজেলা হেড কোয়াটার থেকে মাত্র ৩ শত থেকে চার শত গজ দূরত্বে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। ভৌতিক অবকাঠামোগত দিক থেকে বিদ্যালয়টিতে একটি দু’তলা ভবন, তিনটি এক তলা ভবন, দু’টি টিন সেডঘর এবং প্রধান শিক্ষকের জন্য পাকা বাস ভবন রয়েছে। বিদ্যালয়ের নিজস্ব ভূমির পরিমান ৮ (আট) একর। বিদ্যালয়ের পূর্ব পাশে একটি বড় পুকুর এবং দক্ষিন পাশে বিদ্যালয়ের নিজস্ব বিশাল খেলার মাঠ রয়েছে। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ দান করা হয়। বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষ তিনটি বিভাগ-ই বিদ্যামান রয়েছে। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১৩৪৬ জন। জে, এস, সি এবং এস, এস, সি পরিক্ষায় ফলাফল সন্তোষ জনক। অত্র এলাকায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যালয়টির অবদান অনস্বিকার্য। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীরা দেশ- বিদেশে অত্যন্ত সম্মান জনহ স্থানে অধিষ্টিত রয়েছেন।