প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ননাঃঅত্র আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় দ্বিতল বিশিষ্ট একটি পাকা ভবন। বিদ্যালয়টিতে ১৪ জন শিক্ষক ও ৪৫৩ জন ছাত্র/ছাত্রী আছে। বিদ্যালয়টি গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত। একটি উচ্চ বিদ্যালয়ে যা যা থাকার প্রয়োজন তার প্রায় সবই আছে।
প্রতিষ্ঠাকাল এবং ইতিহাসঃ মরহুম আলহাজ্ব কাজী ফজলুল হক একজন বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ, জন প্রতিনিধি, সমাজ সেবক, শিক্ষানুরাগী, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ০৩ (তিন) বার সফল চেয়ারম্যান ছিলেন। অত্র বিদ্যালয়টি তিনিই ১৯৯৪ ইং সালে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামেই বিদ্যালয়টি নাম করন করা হয়। আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়। প্রথমে জুনিয়র বিদ্যালয় হিসেবে ২০০১ সালে এম.পি.ও ভূ্ক্তি হয়। পরবর্তীতে ২০১০ সালে উচ্চ বিদ্যালয় হিসেবে এম.পি.ও ভূক্ত হয়। এম.পি.ও ভুক্তির পুর্ব পর্যন্ত প্রতিষ্ঠতা সকল শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা নিজ তহবিল থেকে পরিশোধ করতেন। বিদ্যলয়টি শ্রীনগর উপজেলার একটি অন্যতম বিদ্যাপীঠ।
ছাত্র-ছাত্রীদের সংখ্যাঃ শ্রেণি অনুযায়ী
ক্রমিক নং | শ্রেণি | মোট |
১ | ষষ্ঠ | ১৩৫ |
২ | সপ্তম | ৮৫ |
৩ | অষ্টম | ৯৮ |
৪ | নবম | ৮২ |
৫ | দশম | ৫৩ |
মোট |
| ৪৫৩ |
বর্তমান পরিচালানা কমিটির তথ্যঃ
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | কাজী মনোয়ার হোসেন (সাহাদাত) | সভাপতি |
০২ | ডাঃ মোঃ হেদায়েত হোসেন খান | কোঅপ্ট সদস্য |
০৩ | কাজী আব্দুল হামিদ (সবজল) | অভিভাবক সদস্য |
০৪ | মোঃ আওলাদ হোসেন | অভিভাবক সদস্য |
০৫ | মোঃ আবুল কালাম আজাদ | অভিভাবক সদস্য |
০৬ | মোঃ কামাল কাজী | অভিভাবক সদস্য |
০৭ | আঞ্জুমান খানম | সংরক্ষিত মহিলা সদস্য |
০৮ | মোসাঃ মনোয়ারা বেগম | দাতা সদস্য |
০৯ | শরীফ মাহমুদ খান | শিক্ষক প্রতিনিধি |
১০ | মোঃ নুরুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
১১ | ফাহিমা শাহিন | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
১২ | মোহাম্মদ সেলিম হোসেন | প্রধান শিক্ষক / সদস্য সচিব |
বিগত ৫ বছরের ফলাফল অর্জনঃ
পরীক্ষার নাম | সন | ফলাফল (%) |
এস.এস.সি | ২০১৩ | ৯৪.৫৫ |
২০১২ | ৯৮.৩১ | |
২০১১ | ৯৩.৭৫ | |
২০১০ | ৪৮.৯৮ | |
২০০৯ | ৭০.২৮ |
ফলাফল অর্জনঃ
পরীক্ষার নাম | সন | ফলাফল (%) |
এস.এস.সি | ২০১৩ | ৯৪.৫৫ |
২০১২ | ৯৮.৩১ | |
২০১১ | ৯৩.৭৫ | |
২০১০ | ৪৮.৯৮ | |
২০০৯ | ৭০.২৮ |
ভবিষ্যত পরিকল্পনা: আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়টিকে আরও উন্নত করা হবে।
যেগাযোগ:
মোহাম্মদ সেলিম হোসেন
প্রধান শিক্ষক
আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়
কামারগাঁও, শ্রীনগর, মুন্সিগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৬-৯০৭৭৪২
মেধাবী চাত্র-ছাত্রী বৃন্দঃ
ক্রমিক নং | শ্রেণি | নাম | ||
রোল-০১ | রোল-০২ | রোল-০৩ | ||
১ | ষষ্ঠ | মেহেরুন নেছা | ফাল্গুনী আহমেদ | রোকসানা আক্তার |
২ | সপ্তম | প্রভা আক্তার | মিল্লাত হোসেন | হাবিবা আক্তার |
৩ | অষ্টম | অনন্যা আক্তার | শ্যামলী আক্তার | অন্তরা আক্তার |
৪ | নবম | শান্তনা রানী | শারমীন আক্তার | মোঃ হানিফ |
৫ | দশম | সাদিকা ইসলাম | মিনা আক্তার | হাবিবা আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস