তন্তর স.প্রা. বিদ্যালয় এর 1টি একতলা পাকা আছে যা 1997 সালে নির্মিত। বিদ্যালয়টিতে 3 জন শিক্ষক রয়েছে। 1টি শূন্য পদ দীর্ঘদিন যাবৎ শুন্য। মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।
তন্তর গ্রামের কতিপয় সমাজ হিতৈষী ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। গ্রাম এর নাম অনুযায়ী এর নাম রাখা হয়। বিদ্যালয়টি 1973 সালে সরকারী করণ করা হয়।
ক্র.নং | নাম | পদবী |
1 | মো. জালাল উদ্দিন শেখ | সভাপতি |
2 | মো. আতোয়ার আলী | অভিভাবক সদস্য |
3 | আ. আজিজ শেখ | দাতা সদস্য |
4 | মো. মজিবর রহমান | মেম্বার |
5 | আ. কুদ্দুস শেখ | অভিভাবক সদস্য |
6 | মো. হাচেন শেখ | মেধাবী অভিভাবক সদস্য |
7 | বিজয় মুর্খাজী | মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি |
8 | নুর জাহান বেগম | অভিভাবক সদস্য |
9 | রুমা দত্ত | অভিভাবক সদস্য |
10 | বিউটি দত্ত | মহিলা বিদ্যোৎসাহী সদস্য |
11 | শিল্পী ভৌমিক | শিক্ষক প্রতিনিধি |
12 | কার্তিক চন্দ্র ভক্ত | সদস্য সচিব |
ক্রমিক নং | পাশের সন | পাশের হার |
1. | 2008 | 89 % |
2. | 2009 | 93% |
3. | 2010 | 100% |
4. | 2011 | 100% |
5. | 2012 | 100% |
স্বাভাবিক আছে।
বিগত 4 বছরে 100% পাস।
আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং মান সম্মত পাঠ দানের মাধ্যমে বিদ্যালয়টিকে আরো উন্নত করা হবে।
তন্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়
শ্রীনগর, মুন্সীগঞ্জ।
ক্র.নং | শ্রেণী | নাম | ||
|
| রোল -০১ | রোল -০২ | রোল -৩ |
1 | প্রথম শ্রেণী | দিপয়ন কর | মো. ফয়সাল | বুশরা আক্তার |
2 | দ্বিতীয় শ্রেণী | ইশা দত্ত | যোথী আক্তার | মাধবী আক্তার |
3 | তৃতীয় শ্রেণী | বাধন দে | শান্তা আক্তার | অভিজিৎ ুপাল |
4 | চতুর্থ শ্রেণী | পৃথা দত্ত | লিখন দত্ত | বৃষ্টি দাস |
5 | পঞ্চম শ্রেণী | জান্নাত আক্তার | নাছিমা আক্তার | সামান্তা আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস